Ad
Thursday, February 28, 2013
রায় শোনামাত্র হার্ট অ্যাটাকে মারা গেলেন কলেজ অধ্যক্ষ
রংপুর প্রিতিনিধ: মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় টেলিভিশনে শোনামাত্র হার্ট অ্যাটাকে মারা গেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের এক কলেজ অধ্যক্ষ। এ ঘটনায় সেখানে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে সকাল থেকেই সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রী কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ সকাল থেকেই টেলিভিশনে সাঈদীর রায়ের ঘটনা পরম্পরা দেখছিলেন। শেষ মুহুর্তে এসে ফাঁসির আদেশ দেয়া মাত্রই তিনি সেখানে হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর প্রবীণ এই শিক্ষাবিদকে দেখতে হাসাপাথে ভিড় জমান হাজার হাজার মানুষ। প্রফেসর বজলুর রশিদ মাওলানা সাঈদীর একজন অনুরক্ত ও ভক্ত ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার ও স্বজনরা।
হার্ট এ্যাটাকে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান ।
এদিকে সকাল থেকেই সুন্দরগঞ্জে হাজার হাজার মানুষ হরতালের সর্মথনে সুন্দরগঞ্জের রাজপথ দখল করে নেয়। থানার সামন দিয়ে মিছিল যাওয়ার সময় পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল মারে। এ ঘটনায় ৩ পুলিশসহ ৩০ জন আহত হয়। এ ঘটনার পর বিুব্ধ জনতা পুলিশকে থানায় অবরুদ্ধ করে রাখে। বেলা পৌনে ৩ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেখানে টানটান উত্তেজনা বিরাজ করছিল। গ্রামগঞ্জ থেকে মানুষ সাঈদীর রায় মানি না- শ্লোগান দিয়ে সুন্দরগঞ্জ শহর মুখে আসছিল।
- See more at: http://www.banglasongbad24.com/index.php/content/news/3236#sthash.oWVs3r0I.dpuf
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment