Ad

Sunday, February 10, 2013

ট্রাইব্যুনালের আইন সংশোধন রায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবেনা : ব্যারিস্টার রাজ্জাক

ট্রাইব্যুনালের আইন সংশোধন রায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবেনা : ব্যারিস্টার রাজ্জাক

আন্তর্জার্তিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করার পরে তা কাদের মোল্লার রায়ের  ক্ষেত্রে  প্রযোজ্য হবেনা বলে জানিয়েছেন আসামীপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
তবে সংশোধিত আইন পরবর্তী রায়ের ক্ষেত্রে প্রযোজ্য  করা যেতে পারবে বলে জানান তিনি।

রবিবার ট্রাইব্যুানালে সাংবাদিকদের সাথে আলাপ কালে ব্যারিস্টার রাজ্জাক এসব কথা বলেন।

তিনি বলেন, রায় দেয়া মামলার ক্ষেত্রে আইন পরিবর্তন করতে হলে তা সংবিধান সম্মত হতে হবে।


সাজা প্রাপ্ত আসামীর ক্ষেত্রে আইন পরিবর্তন করতে হলে তা সর্বজন স্বীকৃত  হতে হবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার রাজ্জাক।

আইন পরিবর্তন সবর্জন সম্মত না হলে আমরা মনে করব কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে এটা করা হচ্ছে ।

জামায়াত নেতাদের গ্রেফতারের নামে তার চেম্বারে পুলিশি তল্লাশি করে তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন আব্দুর রাজ্জাক।

এদিকে বিচার কাজ চলছে অথবা রায় হয়ে গেছে এমন মামলার আইনসংশোধনের কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন আসামীপক্ষের অপর আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম।

No comments:

Post a Comment

Ad