Ad

Monday, March 4, 2013

পুলিশ বাহিনীতে কি বিদ্রোহ অত্যাসন্ন?

পুলিশ বাহিনীতে কি বিদ্রোহ অত্যাসন্ন? পুলিশ বাহিনীর কাছ থেকে প্রাপ্ত গোপন খবর
হলো: গত ৩ দিনে পুলিশ মারা গেছে ২৬ জন।
স্পটে যে কয়টা পুলিশের লাশ
পাওয়া গেছে শুধুমাত্র সেগুলো দেখিয়েছে।
কিন্তু হাসপাতালে নেয়ার
পথে বা হাসপাতালে নেয়ার পর যে সব পুলিশ মারা গেছে তাদের কারো কারো লাশও দেয়
নাই। অপরদিকে যাদের
ফ্যামেলী চাপাচাপি করেছে তাদেরকে গোপনে টাকা পয়সা দিয়ে মুখ
বন্ধ রাখা হচ্ছে। যেমন বিডিআরদের
হত্যা করার পর ফ্যামেলীকে চাপ দিয়ে মুখ
বন্ধ রেখেছে জনসম্মুখে আসতে দেয়নি। পুলিশ বাহিনীর মনোবল ভেঙ্গে যাবে বলে দু
একটা ছাড়া পুলিশ মারা যাবার খবর প্রচার
করা মিডিয়ার নিষেধ। পুলিশের মাঝে ভয়
ঢুকে গেছে যে, পাবলিকের
হাতে মারা পরলে লাশ তাও
পাওয়া যেতে পারে কিন্তু পুলিশ হাসপাতালে মারা গেলে নির্ঘাত লাশ গুম।
পুলিশ এখন নিজেদের কলিগের হাতে গুম
হওয়ার ভয়ে আছে। পুলিশের ভেতরের খবর খুবই
খারাপ। কিছু কর্মকর্তার
ফ্যামেলী ছুটি নিতে চাপ দিচ্ছে। কিন্তু
ছুটি দিবে না কড়া ওয়ার্নিং। পুলিশের যারা গুরুতর আহত হচ্ছে তাদের আর
খোঁজ খবর নিতে দেয়া হচ্ছে না। উচ্চ পর্যায়
থেকে পরিবারগুলোকে খুব চাপে রেখে সামাল
দিচ্ছে। লাগাতার হরতালে ডিউটি করতে চায়
না কেউ। চেইন অব কমান্ড ভেঙ্গে গেছে। সব মিলিয়ে পুলিশ বাহিনীতে বিদ্রোহের
পূর্ববস্থা চলছে
BULLET POST বুলেট পোস্ট

No comments:

Post a Comment

Ad