Ad
Friday, March 8, 2013
বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করুন : ওআইসি মহাসচিব
বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল করুন : ওআইসি মহাসচিব
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরে শান্তিপূর্ণ বিােভকারীদের ওপর যেভাবে গুলি ও সহিংসতা চালনো হচ্ছে তা বন্ধ করে অচিরেই বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিলের দাবি জানান অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ড. একমেলুদ্দীন এহসানুগ্লু। গতকাল ওআইসি মহাসচিব এক বিবৃতিতে এ দাবি জানান।
তিনি বিবৃতিতে আরো বলেন, বিরোধী দলের ওপর দমন-নিপীড়নের ফলে বাংলাদেশে যে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা তা গভীরভাবে পর্যবেণ করছি। সেই সাথে অচিরেই জাময়াত সমর্থক সাধারণ নাগরিক ও পুলিশসহ নিরাপত্তা কর্মীদের সাথে যে সংঘর্ষ চলছে তা বন্ধের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি, সরকার বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে দেশের স্বার্থে উত্তম পন্থা খুঁজে বের করবে। পুলিশ বাহিনী দিয়ে সহিংসতা এমন চরম আকার ধারণ করেছে যে দেশ এক অকল্যাণকর রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। গত মাসে জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেয়া ফাঁসির রায়কে কেন্দ্র করে শতাধিক মানুষ নিহত হয়েছে আর আহত হয়েছে কয়েক হাজার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে তোয়াক্কা না করে যে রায় দেয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। কেননা আইনজীবীদের কার্যক্রম ইতোমধ্যে ন্যায়বিচারের েেত্র সন্দেহ সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে সন্দেহ পোষণ করছে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় যারা পাকিস্তানিদের সহযোগিতা করেছে আর চেষ্টা করেছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন না হওয়ার এমন লোকদের বিচারের জন্য বাংলাদেশ সরকার ২০১০ সালে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে তা সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়ম-কানুনের পরিপন্থী। দলীয় ট্রাইব্যুনালে কোনো অবস্থাতেই ন্যায়বিচার আশা করা যায় না। তা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে এই ট্রাইব্যুনাল গঠন করার কারণে বিদ্বেষ পোষণ করা হচ্ছে। আর যাদের ওপর অভিযোগ আনা হয়েছে তারা বাংলাদেশের বৃহৎ ইসলামী রাজনৈতিক সংগঠন হিসেবে সর্বত্র পরিচিত। ১৯৭১ সালে তারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে না চাইলেও স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের স্বাধীনতা হেফাজতে ভূমিকা পালন করে আসছেন। তিনি সবাইকে দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ও ইসলামী ব্যাংকসহ সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান।
Thursday, March 7, 2013
Bangladesh is heading towards a dangerous destination
Introduction
I
have divided my paper into three parts. Firstly,
I aim to discuss whether it is safe and conscionable to authorise normal Police
Constables to take public lives by open shooting/firing. Secondly, I will briefly discuss on the ‘yellow
journalism’ that has been widely practised by most of the media in Bangladesh. Thirdly: I will bring some facts and points in
relation to Moulana Saydee for conscious citizens to think and consider. Towards the end, I will draw some conclusions.
Killing public by Police through
direct shooting/firing
Taking
life is the highest punishment [capital punishment] that one can be given. Police in Bangladesh have been openly firing
and killing people indiscriminately and mercilessly. People have every right to demonstrate. This is their fundamental and constitutional
rights [Article 37, 38 and 39 of the Constitution]. If they break any law, they have to be dealt
with in accordance with law, nothing but only in accordance with law. How can a mere Police Constable get free
licence to kill mass people [equivalent to executing the ‘death penalty’] by
direct firing/shooting? How can the
Police Constables be given approval to give the general public highest
punishment – taking their life, which even no Judges below Additional District
Judges rank/level are given, and again not without High Court’s approval and,
of course, not before exhausting automatic appeal right to the Appellate Division
of the Supreme Court of Bangladesh [Article 103(2)(c) of the Constitution]? This is a dangerous precedent set by the
current government. Is it the way and
method of controlling people’s democratic rights? In the widespread riots in London in 2010, not
a single bullet came from the Police’s gun, let alone killing an
individual. Yet they successfully
contained and then controlled the widespread riots. Legally, an officer with Magistrate rank
would have to authorise firing/shooting.
There has been no such authorisation.
Even if the Police are attacked, they can act in self defence but that
self defence would have to be measured and proportionate. What we have seen on last Thursday (28
February 2013) is unprecedented in the 42 years history of independent
Bangladesh. More than 70 people were
brutally killed and more than 1000 were seriously injured by the Police in a
single day in open shooting/firing. Death
tolls have been rising. There has been
not a single report that the Police were attacked by any weapon or gun. The Police have been killing mercilessly by
direct shooting/firing for the last few weeks.
Last Thursday was unprecedented in terms of number of death. Not a single inquiry has so far been set up
for such barbaric killing and atrocity.
Human lives have appeared to be very cheap in Bangladesh. The former Prime Minister Begum Khaleda Zia
rightly said in a press conference on 02 March 2013 that this was a mass
killing/genocide – crime against humanity. She has already shown her firmness
and boldness. She should come out and
take the lead by proving her uncompromising unique leadership that she had
shown in the 1980s. Concerned Police
Officers with their commanding officers, both civilian and uniformed, including
the Home Minister and Prime Minister must be held into account. A list of the concerned Police Constables
should be made and kept so that specific murder charges can be brought against
them in appropriate time to secure exemplary punishment.
Yellow journalism
Media
is the reflective mirror of a nation. In
fact, it is the fourth pillar of the democracy.
Through true, honest and objective reporting, the media and journalists
play a greater role in a democratic country.
Unfortunately, most of the print and electronic media in Bangladesh are
biased, partial and keeping their blind eyes on what has exactly been
happening. Most of their reporting is
either one sided or false or concocted.
These have made the matters worse.
They appear to be over curious and over anxious to blame Jamaat-Shibir
for all incidents, attacks and provocations.
Almost 95% people killed in the last few days are of Jamat-Shibir and
general public. They were almost all
killed by direct indiscriminate shooting/firing of the Police. Most media have failed to report
properly. As a result, true pictures
have not been coming from up and down the country. The time of calling ‘yellow journalism’ has probably
gone. In fact, what the most of the
media are doing in Bangladesh can now be called ‘media terrorism.’ Moulana Delawar Hussain Saydee has millions
of supporters, sympathisers and well wishers around the country beyond the
party line. Those general public have
been showing their spontaneous outburst and reaction since last Thursday. Most of the media have been reporting these
as of Jammat-Shibir’s terrorism. These
have escalated the current situation and put the country into the barge of civil war. The country’s situation has
been getting worse day by day. The
media, through their one sided and partial news/reporting instead of true and
objective ones, have been harming and misleading the nation at this critical
stage more than anything else. The
nation should be united against these yellow and syndicate journalism of most
of the print and electronic media.
Moulana
Saydee: some points for conscious citizens to think and consider
Moulana
Delawar Hussain Saydee is an exceptional God gifted orator having a unique
ability to convince the people regardless of their education, class, profession
and background. He is the most living
popular personality [legendary] in the Islamic arena in Bangladesh – perhaps
even more popular than Sheikh Hasina and Begum Khaleda Zia, both former and
current Prime Ministers. Sheikh Hasina
has, no doubt, popularity in her own party and so does Begum Khalida Zia. But, hardly Sheikh Hasina has any popularity
in the Bangladesh Nationalist Party (BNP) and similarly Begum Khaleda Zia
hardly has any popularity in the Awwami League (AL). The true exception is Moulana Saydee. No doubt, he is a Jammat leader. But this is not his one or only
identity. Outside Jammat-Shibir arena,
he has huge popularity and supporters both in the AL and BNP. He has hundreds of thousands of supporters
and sympathisers in the armed forces, civil service and private and voluntary
sectors. Not only this, beyond political
boundaries, Moulana Sayedee has millions of supporters and followers among the
mass people in the rural and urban areas.
He has sympathisers and well wishers around the globe. Arrange two meetings nearby, one with Moulana
Saydee as the Chief Guest and the other one with Sheikh Hasina as the Chief
Guest, and you can compare their respective popularity with public
attendance/turn out. It was proved in
London around 20 years ago. Public
meetings of Moulana Saydee [not waj
mahfil] and eminent lawyer Dr Kamal Hossain were held nearby in the East
London at the same time: one in York Hall and the other one in Osmani
School. The writer had seen and compared
the both meetings. Dr Kamal’s public
meeting was attended by maximum 100 people, whereas more than 3000 people
attended at Moulana Saydee’s meeting.
Having a public meeting with more than 3000 expatriate Bangladeshis in
London 20 years ago was really exceptional and uncommon.
Deep
public reaction and giving/sacrificing lives in the last few days in Bangladesh
clearly show Moulana Saydee’s unique popularity. Unfortunately, this has been reported by most
of the media to have been done by the Jamaat-Shibir. We have lost our two Presidents in the past
in the most barbaric and cruel ways.
Have the mass public shown any reaction like this? More particularly, would the people of around
100 have been prepared to give their lives with almost laughing face for their
leaders? Would the honourable Prime
Minister find 100 people in her own party who would be able to really give/sacrifice
their life for her? The government
must realise this. The government must
understand people’s pulses, nerves and sensitivities before it is too
late. The country is heading towards an unimaginable
dangerous destination.
Moulana
Saydee said time and again that he was not a razarak [a member of the auxiliary
forces created by the Pakistan government during the 1971] nor was he involved
in any political party in 1971. This was
believed by the International Crimes Tribunal (ICT). He also said that he was not known by any
other name. Now all the conscious people
wonder whether he has been made a sacrificial lamb due to his unique popularity
and political reason. Have all
responsibilities and culpabilities of Diluwar Sikdar also known as Dilu or
Dailla, a known razakar who was killed after the independence, been shifted and
transferred to Moulana Delawar Hussain Saydee’s shoulder? This is a serious question that needs to be
answered fully and properly.
One
injustice creates multiple injustices.
Miscarriage of justice happened even in the developed country like the
UK [for example, Birmingham 6, Tottenham 3 and Guildford 4]. In a volatile, politicised [of all sectors
including the judiciary], divisive [along political line] and hostile [for
vengeance and retaliation] country, injustice may easily be inflicted. If apparent injustice is inflicted to a personality,
through conspiracy and drama, who has preached the message of Quran [Holy book
of Allah Almighty] for nearly five decades and if all human beings are failed
to stop this injustice, I fear that divine intervention from Almighty God may
come, the wrath from which no one can escape.
The whole history of the mankind has seen many of such intervention in
the past.
Conclusion
Democratically
elected leader can be a Monster. Hitler
is the best example: he was democratically elected and what he then became the
world knows it very well. Police
brutality and government’s techniques for restraining public by killing through
direct shooting have crossed the boundary.
Killing an innocent person has been said to mean as if killing the
entire humanity. A well known great philosopher
said “an injustice to an individual threatens justice to entire humanity.” Therefore, the expatriate Bangladeshi,
British Bangladeshi and international community should come forward to raise
their voice and put pressure on the government of Bangladesh to behave with its
citizens in accordance with law and Constitution. The government should be pressured to stop
police brutality and respect mass people’s constitutional rights. Instability, civil unrest and possible civil
war of a nation with 160 million people must not be taken lightly, for civil
war in Bangladesh could destabilise the whole region which, in turn, affect the
entire world in one way or other.
Barrister Nazir Ahmed
is a legal expert, analyst, writer and author.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় ?
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -
মেজর ডালিমের স্ত্রি কে মুজিবের ছেলে কর্তৃক ধর্ষণ করা।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় - মুজিবপুত্র জামাল কামাল কর্তৃক ব্যাংক লুট।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় - তালপট্টি, আঙ্গরপোতা দহগ্রাম ভারতকে দিয়ে দেওয়া।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -সিরাজ সিকদার সহ ৩০ হাজার জাসদনেতা কর্মী হত্যা।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -লুটপাট করে ৭৪ এঁর দুর্ভিক্ষ সৃষ্টি।...
মুক্তিযুদ্ধেরচেতনার অর্থ যদি হয় - রক্ষীবাহিনী, লালবাহিনী, নীল বাহিনী তৈরি করে দেশেরমানুষ খুন।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় – সকল দল নিষিদ্ধ করে বাকশাল ঘটন।
মুক্তিযুদ্ধের চেতনারঅর্থ যদি হয় - নিজেদের৪ টা পত্রিকা ছাড়া সকলপত্রিকা নিষিদ্ধকরা ।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -ছাত্রলীগ কর্তৃক ধর্ষণের সেঞ্চুরি করা।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -ছাত্রিলীগ কর্তৃক দেহ ব্যবসায় দেশের ...ছাত্রীদের বাধ্য করা।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -পিতার সমতুল্য শিক্ষকদের পেটান ।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -রেলেরটাকা চুরি করে রেলের বারটা বাজানো।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -হলমার্ক কেলেঙ্কারি।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -পদ্মা সেতুর টাকা চুরি।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় –শেয়ার বাজারের টাকা লুট।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় – বিডিআর খুন করে আমার দেশকে পঙ্গু করা ।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় –আমার আল্লাহ্ রাসুল, ইসলাম, কুরআন কে গালি দেয়া।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -ঘরে ঘরে চাকরির বদলে লাশ পাঠানো।.
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -সীমান্তে প্রতিদিন দেশের মানুষ কে খুন
করা।
মুক্তিযুদ্ধের চেতনার অর্থ যদি হয় -ভারতে দালালি করা।.
তবে আমি সে মুক্তিযুদ্ধের বিরোধী।.
আমি এ প্রজন্মের রাজাকার।
Monday, March 4, 2013
আজ তথাকথিত মানবাধিকার নেতা নেত্রীরা গেলো কোথায়
আজ তথাকথিত মানবাধিকার নেতা নেত্রীরা গেলো কোথায়.........???
আজ কোথায় আমাদের বিবেক !!
সাঈদীর বিরুদ্ধে রায়ের প্রতিবাদ জানায় একসাঈদীভক্তকে পিটিয়ে হত্যা করার সময় যখন তাকে বুট দিয়ে পুলিশ
লাথি মারছিলো তখনো সে বলছিলো, "এ অন্যায় রায় মানিনা। সাঈদীর মুক্তি চাই।" মরার পূর্ব মুহুর্ত তার মুখে একই কথা ছিল ।
ইমরান রাজাকার খয়ের উদ্দিনের নাতি
শাহবাগিদের নেতা ব্লগার ইমরান এইচ সরকার হচ্ছেন রাজাকারের নাতি। তার দাদা খয়ের উদ্দিন ছিলেন কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী বাজারপাড়া গ্রামের একজন চিহ্নিত রাজাকার। মুক্তিযোদ্ধারা একাত্তর সালেই রাজাকার খয়ের উদ্দিনকে বিএসএফের সহযোগিতায় হত্যা করে। স্বাধীনতা পূর্ব সময়ে খয়ের উদ্দিন পাকিস্তান মুসলিম লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নেন এবং তাদের সহযোগিতা করেন।
ব্লগার ডা. ইমরান সম্পর্কে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর এলাকায় অনুসন্ধান চালিয়ে পাওয়া গেছে আরও অনেক চমকপ্রদ তথ্য। এলাকাবাসী জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মাঝামাঝি সময়ে একদিন এলাকার জিঞ্জিয়া নদী দিয়ে নৌকায় করে মুক্তিযোদ্ধারা যাচ্ছিলেন। আরেকটি নৌকায় করে নিকটবর্তী ভারতের কালাইয়েরচরের বাজারে যাচ্ছিলেন রাজাকার খয়ের উদ্দিন। তার নৌকায় আরও অনেক যাত্রী ছিল। পাশের নৌকায় যে মুক্তিযোদ্ধারা ছিলেন, তিনি জানতেন না। রাজাকার খয়ের উদ্দিন শেখ মুজিবকে তুচ্ছতাচ্ছিল্য করে নানা কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও বিরূপ মন্তব্য করছিলেন। মুক্তিযোদ্ধারা তার সম্পর্কে খবর নিয়ে বিএসএফের সহযোগিতায় তাকে পাকড়াও করে। একদিন তাকে কৌশলে মাখনেরচর ও বল্লমগিরি বিল এলাকায় নিয়ে যায় এবং হাঁটুপানিতে নামিয়ে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর ঢাকায় থাকা তার আত্মীয়স্বজন ডা. ইমরানের পরিবারকে শহীদ পরিবার হিসেবে বানিয়ে সরকার থেকে একটি বাড়ি বরাদ্দ নেয়। পরে জানাজানি হয়ে গেলে বাড়ির বরাদ্দ বাতিল হয় বলে জানা যায়।
খয়ের উদ্দিন সম্পর্কে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল হাই সরকার জানান, ইমরানের দাদা খয়ের উদ্দিন কোনোদিনই মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযুদ্ধকালে তিনি মুসলিম লীগ করতেন। মুক্তিযুদ্ধের সময় তাকে বিএসএফের সহযোগিতায় মুক্তিযোদ্ধারা হত্যা করে। ইমরানের বাবা মতিন সরকার সম্পর্কে তিনি বলেন, মতিন সরকার স্বাধীনতা-পরবর্তীকালে সিপিবি করতেন। এখন আওয়ামী লীগ করেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগ সদস্য।
এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, ইমরানের বাবা আবদুল মতিন সরকারও ছিলেন তার দাদার অনুসারী অর্থাত্ মুসলিম লীগার। দেশ শত্রুমুক্ত হওয়ার পর জীবন বাঁচাতে মতিন সরকার প্রথমে সিপিবি এবং পরে সুযোগমত ১৯৯১ সালে আওয়ামী লীগে আশ্রয় নেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য।
খয়ের উদ্দিন সম্পর্কে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে যুক্ত এক মুক্তিযোদ্ধা জানান, বিএসএফের সহযোগিতায় তত্কালীন স্থানীয় চেয়ারম্যান সালিউদ্দিনসহ মুক্তি বাহিনীর নির্দেশে ১৯৭১ সালের ১৪ জুন শান্তি কমিটির নেতা খয়ের উদ্দিনকে হত্যা করা হয়। স্বাধীনতার পর ১৯৭২-৭৪ সালে খয়ের উদ্দিনের স্ত্রী তার চাচা তদানীন্তন গাইবান্ধা পুলিশের দারোগাকে দিয়ে ঢাকায় যোগাযোগ করে ভাতিজি জামাইকে মুক্তি বার্তা সাপ্তাহিক পত্রিকায় শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম তোলেন। শহীদ পরিবার হিসেবে খয়ের উদ্দিনের মেয়ে ডাক্তার মাধবীর নামে সরকারি বাসা বরাদ্দ নেয়া হয়। তবে ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও আওয়ামী লীগ নেতাদের বিরোধিতার মুখে পড়ে প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের যে তালিকা প্রণয়ন করা হয়, তাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ তার নাম রাখেনি। ওই সময় সংসদে এ নিয়ে যে মিটিং করা হয়েছে, সে রেজ্যুলেশনেও ওই বিষয়টির উল্লেখ আছে। এলাকাবাসী জানান, খয়ের উদ্দিনের আরেক ভাই আহমদ হাজীও রাজাকার ছিলেন। তিনিও মুসলিম লীগ করতেন।
সত্যিই সেলুকাস যে ওই রাজাকার দাদা আর বাবার সন্তান হলেন তথাকথিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের কমান্ডার ব্লগার ইমরান। ১৯৮৩ সালে তিনি কুড়িগ্রামের বালিয়ামারী বাজারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ৪ ভাইবোনের মধ্যে ইমরান সবার ছোট। ১৯৯৯ সালে এসএসসি ও ২০০১ সালে এইচএসসি পাস করেন। স্থানীয় পর্যায়ে লেখাপড়া শেষে ২০০২ সালে রংপুর মেডিকেলে ৩১তম ব্যাচে ভর্তি হন তিনি। সেখানে তিনি প্রথমে ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক ও ইন্টার্ন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। তার সময় একাধিক সহপাঠী নামপ্রকাশ না করে জানান, কলেজে তিনি ইভটিজার, বেয়াড়া, বেয়াদব ও নেশাখোর হিসেবে পরিচিত ছিলেন। পাস করার পর ২০০৯ সালে চলে আসেন ঢাকায়। আওয়ামীপন্থী পেশাজীবী সংগঠন ‘স্বাধীনতা চিকিত্সক পরিষদ’-এর (স্বাচিপ) জোরে বিশেষ বিবেচনায় অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পান কুড়িগ্রামের উলিপুরে। তবে সেখানে সে কোনোদিন দায়িত্ব পালন করেননি। এরপর ঢাকা মেডিকেলে ইমরান অ্যানসথেশিয়া বিভাগে যোগ দেন। কিন্তু সেখান কাজ ছাড়াই বেতন তুলে নিতেন। শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (এমএমইউ) ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেও তা শেষ করতে পারেননি তিনি। অভিযোগ রয়েছে, স্বাচিপ নেতা ইকবাল আর্সালানের লোক পরিচয় দিয়ে ইমরান বিপুল পরিমাণ টাকা ঘুষ ও চাঁদাবাজি করে দুইটি মাইক্রোবাসের মালিক হন। সাবেক ছাত্রনেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি যেদিন পিজির ভেতরে আক্রান্ত হন, সেদিন অগ্রভাগে ছিলেন এই ইমরান। ছাত্রজীবনে ছাত্রশিবিরের সঙ্গেও ইমরান জড়িত ছিল বলে জানা গেছে।
সংবিধানে সুস্পষ্টভাবে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনা কে কে দিতে পারবেন, কে ‘প্রিয় দেশবাসী’ সম্বোধন করতে পারবেন, তা বলা থাকলেও এখন ওই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পরিচয় দেয়া শাহবাগি নেতা ইমরান বিকল্প সরকারই দিয়ে যাচ্ছেন অহরহ নানা নির্দেশনা; যা অনিচ্ছা সত্ত্বেও ডরে-ভয়ে পালন করেন অনেকে। অনেক স্কুল না চাইলেও ওই শাহবাগি নেতার নির্দেশনা মেনে যাচ্ছে।
গোয়েন্দা, ব্লগার সূত্র জানায়, আন্দোলন শুরুর পর জামায়াতি প্রতিষ্ঠানের তালিকাভুক্ত করার নামে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজি, চাঁদার টাকায় ধানমন্ডি এলাকায় ফ্ল্যাট কেনা, রাতে সহযোদ্ধাসহ উত্সুক সাধারণ মানুষ শাহবাগে খোলা আকাশের নিচে অবস্থান করলেও ইমরানের শাহবাগের পার্শ্ববর্তী একটি পাঁচ তারকা হোটেলে রাত যাপন, ডিস্কোতে নাচানাচি, এয়ারপোর্ট এলাকার আরেকটি বিলাসবহুল হোটেলে ছাত্রলীগেরই আরেক প্রভাবশালী নেতার সঙ্গে ফুর্তি করা, তথাকথিত ‘অগ্নিকন্যা’ লাকীর আন্দোলনবিমুখ হওয়া, শত শত ছাত্রী ও নারীর রাতে শাহবাগে অবস্থান থেকে বিমুখ হওয়াসহ নানা তথ্য জানা যায়। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি, তার রাজাকার দাদা ও শাহাবাগে তার নির্দেশনাসহ নানা অভিযোগের বিষয়ে ইমরানের বক্তব্য জানতে আমার দেশ একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে। তবে তিনি ফোন রিসিভ করেননি। তবে বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর দেয়া তথ্যের জবাবে ইমরান তার দাদা রাজাকার ছিলেন না বলে জানান।
পুলিশ বাহিনীতে কি বিদ্রোহ অত্যাসন্ন?
পুলিশ বাহিনীতে কি বিদ্রোহ অত্যাসন্ন? পুলিশ বাহিনীর কাছ থেকে প্রাপ্ত গোপন খবর
হলো: গত ৩ দিনে পুলিশ মারা গেছে ২৬ জন।
স্পটে যে কয়টা পুলিশের লাশ
পাওয়া গেছে শুধুমাত্র সেগুলো দেখিয়েছে।
কিন্তু হাসপাতালে নেয়ার
পথে বা হাসপাতালে নেয়ার পর যে সব পুলিশ মারা গেছে তাদের কারো কারো লাশও দেয়
নাই। অপরদিকে যাদের
ফ্যামেলী চাপাচাপি করেছে তাদেরকে গোপনে টাকা পয়সা দিয়ে মুখ
বন্ধ রাখা হচ্ছে। যেমন বিডিআরদের
হত্যা করার পর ফ্যামেলীকে চাপ দিয়ে মুখ
বন্ধ রেখেছে জনসম্মুখে আসতে দেয়নি। পুলিশ বাহিনীর মনোবল ভেঙ্গে যাবে বলে দু
একটা ছাড়া পুলিশ মারা যাবার খবর প্রচার
করা মিডিয়ার নিষেধ। পুলিশের মাঝে ভয়
ঢুকে গেছে যে, পাবলিকের
হাতে মারা পরলে লাশ তাও
পাওয়া যেতে পারে কিন্তু পুলিশ হাসপাতালে মারা গেলে নির্ঘাত লাশ গুম।
পুলিশ এখন নিজেদের কলিগের হাতে গুম
হওয়ার ভয়ে আছে। পুলিশের ভেতরের খবর খুবই
খারাপ। কিছু কর্মকর্তার
ফ্যামেলী ছুটি নিতে চাপ দিচ্ছে। কিন্তু
ছুটি দিবে না কড়া ওয়ার্নিং। পুলিশের যারা গুরুতর আহত হচ্ছে তাদের আর
খোঁজ খবর নিতে দেয়া হচ্ছে না। উচ্চ পর্যায়
থেকে পরিবারগুলোকে খুব চাপে রেখে সামাল
দিচ্ছে। লাগাতার হরতালে ডিউটি করতে চায়
না কেউ। চেইন অব কমান্ড ভেঙ্গে গেছে। সব মিলিয়ে পুলিশ বাহিনীতে বিদ্রোহের
পূর্ববস্থা চলছে
BULLET POST বুলেট পোস্ট
হলো: গত ৩ দিনে পুলিশ মারা গেছে ২৬ জন।
স্পটে যে কয়টা পুলিশের লাশ
পাওয়া গেছে শুধুমাত্র সেগুলো দেখিয়েছে।
কিন্তু হাসপাতালে নেয়ার
পথে বা হাসপাতালে নেয়ার পর যে সব পুলিশ মারা গেছে তাদের কারো কারো লাশও দেয়
নাই। অপরদিকে যাদের
ফ্যামেলী চাপাচাপি করেছে তাদেরকে গোপনে টাকা পয়সা দিয়ে মুখ
বন্ধ রাখা হচ্ছে। যেমন বিডিআরদের
হত্যা করার পর ফ্যামেলীকে চাপ দিয়ে মুখ
বন্ধ রেখেছে জনসম্মুখে আসতে দেয়নি। পুলিশ বাহিনীর মনোবল ভেঙ্গে যাবে বলে দু
একটা ছাড়া পুলিশ মারা যাবার খবর প্রচার
করা মিডিয়ার নিষেধ। পুলিশের মাঝে ভয়
ঢুকে গেছে যে, পাবলিকের
হাতে মারা পরলে লাশ তাও
পাওয়া যেতে পারে কিন্তু পুলিশ হাসপাতালে মারা গেলে নির্ঘাত লাশ গুম।
পুলিশ এখন নিজেদের কলিগের হাতে গুম
হওয়ার ভয়ে আছে। পুলিশের ভেতরের খবর খুবই
খারাপ। কিছু কর্মকর্তার
ফ্যামেলী ছুটি নিতে চাপ দিচ্ছে। কিন্তু
ছুটি দিবে না কড়া ওয়ার্নিং। পুলিশের যারা গুরুতর আহত হচ্ছে তাদের আর
খোঁজ খবর নিতে দেয়া হচ্ছে না। উচ্চ পর্যায়
থেকে পরিবারগুলোকে খুব চাপে রেখে সামাল
দিচ্ছে। লাগাতার হরতালে ডিউটি করতে চায়
না কেউ। চেইন অব কমান্ড ভেঙ্গে গেছে। সব মিলিয়ে পুলিশ বাহিনীতে বিদ্রোহের
পূর্ববস্থা চলছে
BULLET POST বুলেট পোস্ট
ছাত্রসমাজ ও দেশবাসীর উদ্দেশ্যে শিবির সভাপতি সরকারের প্রত্যক্ষ মদদে আইন-শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গণহত্যা চালাচ্ছে
ছাত্রসমাজ ও দেশবাসীর উদ্দেশ্যে শিবির সভাপতি
সরকারের প্রত্যক্ষ মদদে আইন-শৃঙ্খলা বাহিনী
নির্বিচারে গণহত্যা চালাচ্ছে
দেশের চলমান সঙ্কটকালে ছাত্রসমাজ ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন। এক বিবৃতির মাধ্যমে শিবির সভাপতি এই বক্তব্য তুলে ধরেছেন।
শিবির সভাপতি সরকারের প্রত্যক্ষ মদদে আইন-শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেন। শিবির সভাপতির দেয়া বক্তব্য নীচে তুলে ধরা হলো।
‘‘সম্মানিত দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আজ এমন এক সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যখন নাস্তিক্যবাদী আওয়ামী দুঃস্বাশনের ভয়াল থাবায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিপন্ন। যখন বিপন্ন বিশ্ব মানবতার ধর্ম ইসলাম। আজ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দিনদিন বেড়ে যাচ্ছে ফ্যাসিবাদের আস্ফালন। জঘন্যভাবে কুৎসা ছড়ানো হচ্ছে মহান আল্লাহ, কুরআন, প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে । একদিকে ইসলামের নামে কুৎসা রটানোর জন্য দেয়া হচ্ছে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা, অন্য দিকে ইসলামের বাণী প্রচারের জন্য দেয়া হচ্ছে ফাঁসির আদেশ।
প্রিয় দেশবাসী,
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন প্রক্রিয়া শুরুর সময় থেকেই দেশ-বিদেশের মানুষের কাছে প্রহসন মঞ্চ হিসেবে আখ্যায়িত হয়ে আসছে। সর্বমহল থেকে এই ট্রাইবুনাল বন্ধ করে ইসলামপ্রিয়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মুক্তি দেয়ার জন্য জোর দাবী উঠলেও এই সৈরাচারী নাস্তিক সরকার ট্রাইবুনাল বাতিল না করে তার মাস্টার প্লান বাস্তবায়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ফ্যাসিষ্ট সরকারের সাজানো রায় প্রদান করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে ক্রুআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করে এই নাস্তিক সরকার জিঘাংসার বহিপ্রকাশ ঘটিয়েছে। আজকের গ্রেফতারকৃত নেতৃবৃন্দ বিগত জোট সরকারের আমলে সততার সাথে মন্ত্রণালয় পরিচালনা করে নজির স্থাপন করেছেন। এভাবে যদি পরীক্ষিত সৎ নেতাদের নির্যাতিত হতে হয় তাহলে দেশ সৎ নেতাশুন্য হয়ে পড়বে।
প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা,
আজ আপনাদের কাছে দিবালোকের ন্যায় সত্য- কেন এই সরকার ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। নাস্তিক্যবাদী আওয়ামী সরকার ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দেয়ার মাধ্যমে ৯২ শতাংশ মুসলমানের দেশ থেকে ইসলামকে মুছে ফেলার মাস্টার প্লান নিয়ে এগিয়ে যাচ্ছে। যার প্রমান আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। বোরকা পরিহিতা মা-বোনদের বোরকা কেড়ে নেয়া হচ্ছে, পিতার বয়সী মুরুব্বীদের দাড়ি ধরে মারা হচ্ছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তালা মারা হয়েছে। সংবিধান থেকে ‘ইসলাম’কে মুছে ফেলা হয়েছে। কুরআন তিলাওয়াতও নিষিদ্ধ করা হচ্ছে।
ইসলামপ্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দেয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্রের রায় আমরা ঘৃণা ভরে প্রত্যাখান করেছি। দেশের ও সারাবিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানও এই রায় ঘৃণাভরে প্রত্যাখান করেছে। রায় পরবর্তী সময়ে সারাদেশে ব্যাপক ভাবে সর্বস্তরের জনতার ফুঁসে উঠার মাধ্যমে এই সত্য সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশসহ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে- রায় পরবর্তী সময়ে সারাদেশে স্বতস্ফুর্তভাবে সর্বস্তরের জনগন, নারী-পুরুষ নির্বিশেষে, কীভাবে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে। এখন সরকার যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে ভুল করে, তাহলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়া স্বাভাবিক। ভয়াবহ কোন পরিস্থিতি কখনোই সরকার ও দেশের জন্য কল্যাণকর হয়নি, হবেও না। সরকার শান্তিপ্রিয় বিক্ষুদ্ধ জনতার আবেগকে প্রশমিত করতে উদ্যোগ নেয়ার পরিবর্তে র্যাব, বিজিবি, পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে ইসলামপ্রিয় মানুষদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। সরকারের নির্দেশে ও প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনী ২৮ ফেব্রুয়ারি ন্যাক্কারজনক গণহত্যা চালিয়েছে। একদিনেই ৭৭ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজকেও আইন-শৃঙ্খলা বাহিনী সারাদেশে একইভাবে ২৭জনকে হত্যা করেছে। স্বাধীনতার পর এত বড় গণহত্যা কখনো সংঘটিত হয়নি। শুধু এই তিন মাসে পুলিশ গুলি চালিয়ে ১২৯ ইসলামপ্রিয় জনতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়েছেন হাজারো ইসলামপ্রিয় মানুষ।
সম্মানিত দেশবাসী,
দেশের বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আহমদ শফী, মাওলানা আহমদুল্লাহ আশরাফ এবং মাওলানা আব্দুল লতিফ নেজামীসহ সর্বস্তরের আলেম সমাজের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। আমরা হিটলার, চেঙ্গিস ও মুজিবের রক্ষীবাহিনীর হত্যাযজ্ঞের ইতিহাস পড়েছি। কিন্তু শেখ হাসিনার হত্যাযজ্ঞের ইতিহাস সকল কিছুই অতিক্রম করতে চলেছে। আজ আমাদের দুর্ভাগ্য, আমাদের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভারতীয় বিএসএফ’র বর্বরতাকেও হার মানিয়েছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, অমানুষিক নির্যাতন ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যা গুম করে কেউ কখনো রাষ্ট্র ক্ষমতায় টিকতে পারেনি। আপনারাও পারবেননা ইনশাআল্লাহ। আপনাদের জন্য ভয়াবহ পরিণিতি অপেক্ষা করছে। আগুন নিয়ে খেলা বন্ধ করুন। নইলে সেই আগুনে নিজেরাই পুড়ে ধ্বংস হয়ে যাবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইদেরকে বলবো, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং জনসেবাই আপনাদের প্রথম ও প্রধান কাজ। কোন ক্ষমতাসীন দলের দলীয় সন্ত্রাসীতে পরিণত হবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা কোথাও বাড়াবাড়ি করিনি। যেখানে আমাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয়া হয়নি সেখানে কোন বিশৃঙ্খলা ঘটেনি। আপনারাই এর সাক্ষী। কিন্তু অগণতান্ত্রিকভাবে যেখানে বাঁধা দেয়া হয়েছে, গুলি চালানো হয়েছে, সেখানেই কেবল বিশৃঙ্খলা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, আমরা আপনাদের বন্ধু মনে করি। আর যদি আপনারা আমার ভাইয়ের উপর গুলি চালান তাহলে আপনাদের সতর্ক করে বলছি, আপনাদের অতি উৎসাহী সদস্যরা যেভাবে জনতার ওপর নির্যাতন করেছে তার ছবি ও ভিডিও ফুটেজ জনগণের হাতে আছে। সময় মতো জনগনের কাছে এর জন্য অবশ্যই জবাবদীহি করতে হবে।
প্রিয় দেশবাসী,
আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, কিছু গণমাধ্যম সরাসরি সরকারের দালালে পরিণত হয়েছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা জাতিকে বিভ্রান্ত করছে। সংখ্যালঘুদের বাসা ও উপাসনালয়ে হামলা, দোকানপাট লুট ও অগ্নি সংযোগের সাথে জামায়াত-শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করছে। এসব সংবাদ পরিবেশনের আড়ালে তারা চায় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী হোক। আমরা চ্যালেঞ্জ করতে পারি, এ ধরণের ঘটনার সাথে অতীতেও জামায়াত শিবিরের কোন সম্পর্ক ছিল না, বর্তমানেও নেই। যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে সরকারি গোয়েন্দা বাহিনী এবং সরকারি দলের ক্যাডাররাই এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। যা ইতোমধ্যে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ভাঙ্গার মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত ২২ ফেব্রুয়ারি ২০১৩ শুক্রবার নাস্তিক ব্লগার ও শাহবাগীদের বিরুদ্ধে সারাদেশে ধর্মপ্রাণ মসুল্লিদের বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পতাকা, জায়নামাজ পোড়ানো ও শহীদ মিনার ভাংচুর করা হয়েছে বলে কিছু গণমাধ্যম সংবাদ পরিবেশন করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শহীদ মিনার হলো ’৫২-র ভাষা আন্দোলনে আতœদানকারী শহীদ ভাইদের স্মৃতি স্তম্ভ। দুঃখজনকভাবে দেশের বিভিন্ন জায়গার শহীদ মিনারগুলোতে কিছু বামপন্থী ও নাস্তিকদের নেতৃত্বে তথাকথিত গণজাগরণ মঞ্চের নামে ছেলে-মেয়ে একসাথে করে আনন্দ ফুর্তি করার মঞ্চ স্থাপন করা হয়েছে। যাতে শহীদ মিনারের মর্যাদা ভীষনভাবে ক্ষুন্ন হয়েছে। দেশপ্রেমিক ও বিবেকবান জনতা কোন ভাবেই এটা মেনে নিতে পারেনি। দেশপ্রেমিক বিক্ষুদ্ধ জনতা শহীদ মিনার থেকে এই মঞ্চগুলোকে ভেঙ্গে সরিয়ে ফেলেছে। কিন্তু কোথাও কোন শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটেনি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, জায়নামাজ ও জাতীয় পতাকা পোড়ানোর কোন ঘটনা ঘটেনি এবং তা কোন গণমাধ্যম দেখাতে পারবে না। বরং শাহবাগ চত্ত্বর থেকেই প্রতিনিয়ত জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও তথাকথিত প্রজন্ম চত্ত্বরে তা মানা হচ্ছে না। যত্রতত্রভাবে জাতীয় পতাকাকে ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র সরকারের নির্দেশেই সারাদেশে একযোগে জাতীয় পতাকা উত্তোলনের বিধিনিষেধ থাকলেও বর্তমানে শাহবাগীরা সারাদেশে একযোগে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিচ্ছে। যার ফলে জনগনের মনে এখন প্রশ্ন উঠেছে, শাহবাগ প্যারালাল কোন রাষ্ট্র কি না ? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সাংবাদিক বন্ধুদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। সাংবাদিক ভাইদের বলছি, মনে রাখবেন, আজকে যাদের দালালি করছেন তারা চিরদিন ক্ষমতায় থাকবে না । সুতরাং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখুন।
আজ কিছু গণমাধ্যম ও সংবাদকর্মীর সত্য গোপন করা ও মিথ্যার আশ্রয় নেয়ার বিপরীতে সময়ের সাহসী কলম সৈনিক দৈনিক আমারদেশ পত্রিকার নির্যাতিত ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমান যখন সত্য প্রকাশে আপোসহীন ভুমিকা পালন করছেন, তখন সরকার প্রতিহিংসার বশবর্তি হয়ে তাঁর সত্য কলমকে অগণতান্ত্রিকভাবে শৃঙ্খলিত করতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রিয় শান্তিকামী ভাই ও বোনেরা
শত জুলুম-নিপিড়ন, পঙ্গুত্ব, শাহাদাত, গ্রেফতার, হামলা, মামলা, গুলিবর্ষণ কোন কিছুই থামাতে পারেনি সত্যের অগ্রযাত্রাকে। ভীত-সন্ত্রস্ত করতে পারেনি আল্লাহর দ্বীনের এই পথিকদের। বরং আমাদের প্রিয় এই দেশ, জাতি, ইসলাম ও ইসলামী আন্দোলন যখন চরম সংকটে আবর্তিত, দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা যখন জেলখানায় সরকারের অন্যায় সিদ্ধান্তের প্রহর গুনছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তখন দেশ, জাতি ও ইসলাম রক্ষায় দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা ছাত্রসমাজ ও দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ইসলাম যখন গভীর সংকটে আবর্তিত, তখন এই প্রিয় মাতৃভুমিকে বাঁচানোর জন্য সর্বস্তরের জনগনকে রাজপথে নেমে আসার উদাত্ত আহবান জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটবে। এ ক্ষেত্রে আমরা পেশাদারিত্বসহ আমাদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা জানি ‘সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন’। আর এটাও বিশ্বাস করি যে, সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সেই চূড়ান্ত বিজয়ের জন্য আমরা আন্দোলন শুরু করেছি। বিজয় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে, ইনশাআল্লাহ।
‘সত্যের সেনানীরা নেবে নাকো বিশ্রাম
আমাদের সংগ্রাম চলবেই অবিরাম’’
আল্লাহ হাফেজ
বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’।’’
সরকারের প্রত্যক্ষ মদদে আইন-শৃঙ্খলা বাহিনী
নির্বিচারে গণহত্যা চালাচ্ছে
দেশের চলমান সঙ্কটকালে ছাত্রসমাজ ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন। এক বিবৃতির মাধ্যমে শিবির সভাপতি এই বক্তব্য তুলে ধরেছেন।
শিবির সভাপতি সরকারের প্রত্যক্ষ মদদে আইন-শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেন। শিবির সভাপতির দেয়া বক্তব্য নীচে তুলে ধরা হলো।
‘‘সম্মানিত দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আজ এমন এক সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যখন নাস্তিক্যবাদী আওয়ামী দুঃস্বাশনের ভয়াল থাবায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিপন্ন। যখন বিপন্ন বিশ্ব মানবতার ধর্ম ইসলাম। আজ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দিনদিন বেড়ে যাচ্ছে ফ্যাসিবাদের আস্ফালন। জঘন্যভাবে কুৎসা ছড়ানো হচ্ছে মহান আল্লাহ, কুরআন, প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে । একদিকে ইসলামের নামে কুৎসা রটানোর জন্য দেয়া হচ্ছে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা, অন্য দিকে ইসলামের বাণী প্রচারের জন্য দেয়া হচ্ছে ফাঁসির আদেশ।
প্রিয় দেশবাসী,
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন প্রক্রিয়া শুরুর সময় থেকেই দেশ-বিদেশের মানুষের কাছে প্রহসন মঞ্চ হিসেবে আখ্যায়িত হয়ে আসছে। সর্বমহল থেকে এই ট্রাইবুনাল বন্ধ করে ইসলামপ্রিয়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মুক্তি দেয়ার জন্য জোর দাবী উঠলেও এই সৈরাচারী নাস্তিক সরকার ট্রাইবুনাল বাতিল না করে তার মাস্টার প্লান বাস্তবায়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ফ্যাসিষ্ট সরকারের সাজানো রায় প্রদান করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে ক্রুআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় প্রদান করে এই নাস্তিক সরকার জিঘাংসার বহিপ্রকাশ ঘটিয়েছে। আজকের গ্রেফতারকৃত নেতৃবৃন্দ বিগত জোট সরকারের আমলে সততার সাথে মন্ত্রণালয় পরিচালনা করে নজির স্থাপন করেছেন। এভাবে যদি পরীক্ষিত সৎ নেতাদের নির্যাতিত হতে হয় তাহলে দেশ সৎ নেতাশুন্য হয়ে পড়বে।
প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা,
আজ আপনাদের কাছে দিবালোকের ন্যায় সত্য- কেন এই সরকার ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। নাস্তিক্যবাদী আওয়ামী সরকার ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দেয়ার মাধ্যমে ৯২ শতাংশ মুসলমানের দেশ থেকে ইসলামকে মুছে ফেলার মাস্টার প্লান নিয়ে এগিয়ে যাচ্ছে। যার প্রমান আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। বোরকা পরিহিতা মা-বোনদের বোরকা কেড়ে নেয়া হচ্ছে, পিতার বয়সী মুরুব্বীদের দাড়ি ধরে মারা হচ্ছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তালা মারা হয়েছে। সংবিধান থেকে ‘ইসলাম’কে মুছে ফেলা হয়েছে। কুরআন তিলাওয়াতও নিষিদ্ধ করা হচ্ছে।
ইসলামপ্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দেয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্রের রায় আমরা ঘৃণা ভরে প্রত্যাখান করেছি। দেশের ও সারাবিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানও এই রায় ঘৃণাভরে প্রত্যাখান করেছে। রায় পরবর্তী সময়ে সারাদেশে ব্যাপক ভাবে সর্বস্তরের জনতার ফুঁসে উঠার মাধ্যমে এই সত্য সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশসহ বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে- রায় পরবর্তী সময়ে সারাদেশে স্বতস্ফুর্তভাবে সর্বস্তরের জনগন, নারী-পুরুষ নির্বিশেষে, কীভাবে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে। এখন সরকার যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে ভুল করে, তাহলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়া স্বাভাবিক। ভয়াবহ কোন পরিস্থিতি কখনোই সরকার ও দেশের জন্য কল্যাণকর হয়নি, হবেও না। সরকার শান্তিপ্রিয় বিক্ষুদ্ধ জনতার আবেগকে প্রশমিত করতে উদ্যোগ নেয়ার পরিবর্তে র্যাব, বিজিবি, পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে ইসলামপ্রিয় মানুষদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। সরকারের নির্দেশে ও প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনী ২৮ ফেব্রুয়ারি ন্যাক্কারজনক গণহত্যা চালিয়েছে। একদিনেই ৭৭ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজকেও আইন-শৃঙ্খলা বাহিনী সারাদেশে একইভাবে ২৭জনকে হত্যা করেছে। স্বাধীনতার পর এত বড় গণহত্যা কখনো সংঘটিত হয়নি। শুধু এই তিন মাসে পুলিশ গুলি চালিয়ে ১২৯ ইসলামপ্রিয় জনতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়েছেন হাজারো ইসলামপ্রিয় মানুষ।
সম্মানিত দেশবাসী,
দেশের বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আহমদ শফী, মাওলানা আহমদুল্লাহ আশরাফ এবং মাওলানা আব্দুল লতিফ নেজামীসহ সর্বস্তরের আলেম সমাজের উপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। আমরা হিটলার, চেঙ্গিস ও মুজিবের রক্ষীবাহিনীর হত্যাযজ্ঞের ইতিহাস পড়েছি। কিন্তু শেখ হাসিনার হত্যাযজ্ঞের ইতিহাস সকল কিছুই অতিক্রম করতে চলেছে। আজ আমাদের দুর্ভাগ্য, আমাদের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভারতীয় বিএসএফ’র বর্বরতাকেও হার মানিয়েছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, অমানুষিক নির্যাতন ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যা গুম করে কেউ কখনো রাষ্ট্র ক্ষমতায় টিকতে পারেনি। আপনারাও পারবেননা ইনশাআল্লাহ। আপনাদের জন্য ভয়াবহ পরিণিতি অপেক্ষা করছে। আগুন নিয়ে খেলা বন্ধ করুন। নইলে সেই আগুনে নিজেরাই পুড়ে ধ্বংস হয়ে যাবেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইদেরকে বলবো, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং জনসেবাই আপনাদের প্রথম ও প্রধান কাজ। কোন ক্ষমতাসীন দলের দলীয় সন্ত্রাসীতে পরিণত হবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা কোথাও বাড়াবাড়ি করিনি। যেখানে আমাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয়া হয়নি সেখানে কোন বিশৃঙ্খলা ঘটেনি। আপনারাই এর সাক্ষী। কিন্তু অগণতান্ত্রিকভাবে যেখানে বাঁধা দেয়া হয়েছে, গুলি চালানো হয়েছে, সেখানেই কেবল বিশৃঙ্খলা ঘটেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, আমরা আপনাদের বন্ধু মনে করি। আর যদি আপনারা আমার ভাইয়ের উপর গুলি চালান তাহলে আপনাদের সতর্ক করে বলছি, আপনাদের অতি উৎসাহী সদস্যরা যেভাবে জনতার ওপর নির্যাতন করেছে তার ছবি ও ভিডিও ফুটেজ জনগণের হাতে আছে। সময় মতো জনগনের কাছে এর জন্য অবশ্যই জবাবদীহি করতে হবে।
প্রিয় দেশবাসী,
আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, কিছু গণমাধ্যম সরাসরি সরকারের দালালে পরিণত হয়েছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা জাতিকে বিভ্রান্ত করছে। সংখ্যালঘুদের বাসা ও উপাসনালয়ে হামলা, দোকানপাট লুট ও অগ্নি সংযোগের সাথে জামায়াত-শিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করছে। এসব সংবাদ পরিবেশনের আড়ালে তারা চায় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরী হোক। আমরা চ্যালেঞ্জ করতে পারি, এ ধরণের ঘটনার সাথে অতীতেও জামায়াত শিবিরের কোন সম্পর্ক ছিল না, বর্তমানেও নেই। যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে সরকারি গোয়েন্দা বাহিনী এবং সরকারি দলের ক্যাডাররাই এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের উপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। যা ইতোমধ্যে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ভাঙ্গার মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গত ২২ ফেব্রুয়ারি ২০১৩ শুক্রবার নাস্তিক ব্লগার ও শাহবাগীদের বিরুদ্ধে সারাদেশে ধর্মপ্রাণ মসুল্লিদের বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পতাকা, জায়নামাজ পোড়ানো ও শহীদ মিনার ভাংচুর করা হয়েছে বলে কিছু গণমাধ্যম সংবাদ পরিবেশন করে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শহীদ মিনার হলো ’৫২-র ভাষা আন্দোলনে আতœদানকারী শহীদ ভাইদের স্মৃতি স্তম্ভ। দুঃখজনকভাবে দেশের বিভিন্ন জায়গার শহীদ মিনারগুলোতে কিছু বামপন্থী ও নাস্তিকদের নেতৃত্বে তথাকথিত গণজাগরণ মঞ্চের নামে ছেলে-মেয়ে একসাথে করে আনন্দ ফুর্তি করার মঞ্চ স্থাপন করা হয়েছে। যাতে শহীদ মিনারের মর্যাদা ভীষনভাবে ক্ষুন্ন হয়েছে। দেশপ্রেমিক ও বিবেকবান জনতা কোন ভাবেই এটা মেনে নিতে পারেনি। দেশপ্রেমিক বিক্ষুদ্ধ জনতা শহীদ মিনার থেকে এই মঞ্চগুলোকে ভেঙ্গে সরিয়ে ফেলেছে। কিন্তু কোথাও কোন শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটেনি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, জায়নামাজ ও জাতীয় পতাকা পোড়ানোর কোন ঘটনা ঘটেনি এবং তা কোন গণমাধ্যম দেখাতে পারবে না। বরং শাহবাগ চত্ত্বর থেকেই প্রতিনিয়ত জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলন ও ব্যবহারের ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও তথাকথিত প্রজন্ম চত্ত্বরে তা মানা হচ্ছে না। যত্রতত্রভাবে জাতীয় পতাকাকে ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র সরকারের নির্দেশেই সারাদেশে একযোগে জাতীয় পতাকা উত্তোলনের বিধিনিষেধ থাকলেও বর্তমানে শাহবাগীরা সারাদেশে একযোগে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিচ্ছে। যার ফলে জনগনের মনে এখন প্রশ্ন উঠেছে, শাহবাগ প্যারালাল কোন রাষ্ট্র কি না ? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সাংবাদিক বন্ধুদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। সাংবাদিক ভাইদের বলছি, মনে রাখবেন, আজকে যাদের দালালি করছেন তারা চিরদিন ক্ষমতায় থাকবে না । সুতরাং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখুন।
আজ কিছু গণমাধ্যম ও সংবাদকর্মীর সত্য গোপন করা ও মিথ্যার আশ্রয় নেয়ার বিপরীতে সময়ের সাহসী কলম সৈনিক দৈনিক আমারদেশ পত্রিকার নির্যাতিত ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমান যখন সত্য প্রকাশে আপোসহীন ভুমিকা পালন করছেন, তখন সরকার প্রতিহিংসার বশবর্তি হয়ে তাঁর সত্য কলমকে অগণতান্ত্রিকভাবে শৃঙ্খলিত করতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রিয় শান্তিকামী ভাই ও বোনেরা
শত জুলুম-নিপিড়ন, পঙ্গুত্ব, শাহাদাত, গ্রেফতার, হামলা, মামলা, গুলিবর্ষণ কোন কিছুই থামাতে পারেনি সত্যের অগ্রযাত্রাকে। ভীত-সন্ত্রস্ত করতে পারেনি আল্লাহর দ্বীনের এই পথিকদের। বরং আমাদের প্রিয় এই দেশ, জাতি, ইসলাম ও ইসলামী আন্দোলন যখন চরম সংকটে আবর্তিত, দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা যখন জেলখানায় সরকারের অন্যায় সিদ্ধান্তের প্রহর গুনছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তখন দেশ, জাতি ও ইসলাম রক্ষায় দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা ছাত্রসমাজ ও দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ইসলাম যখন গভীর সংকটে আবর্তিত, তখন এই প্রিয় মাতৃভুমিকে বাঁচানোর জন্য সর্বস্তরের জনগনকে রাজপথে নেমে আসার উদাত্ত আহবান জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটবে। এ ক্ষেত্রে আমরা পেশাদারিত্বসহ আমাদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা জানি ‘সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন’। আর এটাও বিশ্বাস করি যে, সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সেই চূড়ান্ত বিজয়ের জন্য আমরা আন্দোলন শুরু করেছি। বিজয় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে, ইনশাআল্লাহ।
‘সত্যের সেনানীরা নেবে নাকো বিশ্রাম
আমাদের সংগ্রাম চলবেই অবিরাম’’
আল্লাহ হাফেজ
বাংলাদেশ জিন্দাবাদ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’।’’
Sunday, March 3, 2013
http://www.youtube.com/watch?v=4M5BoDwHZDY
http://www.youtube.com/watch?v=4M5BoDwHZDY
Police Fire of shibir worker after arrest. Please sahre this video for everybody world wide & raise vocal aginst Awami Ligue & Police.
Police Fire of shibir worker after arrest. Please sahre this video for everybody world wide & raise vocal aginst Awami Ligue & Police.
Saturday, March 2, 2013
বিক্ষোভে গুলি চলছে, নিহত আরও ৬নিহতের সংখ্যা বেড়ে ৬১ : সারাদেশে থমথমে অবস্থা : ২৫ উপজেলায় ১৪৪ ধারা
বিক্ষোভে গুলি চলছে, নিহত আরও ৬নিহতের সংখ্যা বেড়ে ৬১ : সারাদেশে থমথমে অবস্থা : ২৫ উপজেলায় ১৪৪ ধারা
চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার জানান, গতকাল ছাত্রলীগ সন্ত্রাসীরা মসজিদ থেকে বের হওয়ার পর একজন ইমামকে হত্যা করেছে।
গত দু’দিনে গণহত্যার শিকার হয়েছেন ঢাকায় ৩ জন, সাতক্ষীরায় ১৩ জন জামায়াত শিবির কর্মী ও এক ছাত্রলীগ কর্মীসহ মোট ১৪, ঠাকুরগাঁওয়ে ৭, রংপুরে ৭, গাইবান্ধায় তিন পুলিশ, তিন জামায়াত কর্মী ও এক আওয়ামী লীগ কর্মীসহ মোট ৮ জন, নোয়াখালীতে ৫, চাঁপাইনবাবগঞ্জে ৩,
কক্সবাজারে ৩, দিনাজপুরে ১, চট্টগ্রামের লোহাগাড়ায় এক পুলিশ কনস্টেলবসহ ২, বাঁশখালীতে ১, চট্টগ্রামে ১, নাটোরে ১, সিরাজগঞ্জে ২, মৌলভীবাজারে ১ ও বগুড়ায় ১ জন, রাজশাহীর চারঘাটে ১ জন।
জানা গেছে, গতকাল গাইবান্ধার সুন্দরগঞ্জে নূরুন্নবী নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে সংখ্যালঘু জনৈক নারু বাবুর বাড়িতে আগুন দিয়ে জামায়াত-শিবির কর্মীদের দোষারোপ করে। এ নিয়ে বিতর্কের একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার পিটুনির শিকার হয়ে মারা যায় সে। একই এলাকায় বৃহস্পতিবার জনতার হামলায় আহত পুলিশ কনস্টেবল তোজাম্মেল গতকাল সকালে রংপুর মেডিকেলে মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিহত হয়েছেন আবদুর রহিম নামে এক জামায়াত কর্মী। নোয়াখালীর সোনাইমুড়িতে র্যাবের গুলিতে নিহত হয়েছেন কোরবান আলী নামে এক শিবির কর্মী। সেখানে আরও ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া প্রশাসনের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, গাইবান্ধা, সাতক্ষীরা, রংপুরের মিঠাপুকুর, পীরগাছা, সুন্দরগঞ্জ, দিনাজপুরের চিরিরবন্দর, রাজশাহীর বাঘা, কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুরসহ ৬ উপজেলা, সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জসহ বিভিন্ন জেলা উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সারাদেশ থেকে আমার দেশ প্রতিনিধিদের পাঠানো খবর :
সোনাইমুড়ীতে র্যাবের গুলিতে নিহত ১ : নোয়াখালীর সোনাইমুড়ীতে জামায়াত-শিবির কর্মীরা শুক্রবার সকাল থেকে ব্যাপক ভাংচুর, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এ সময় র্যাবের গুলিতে ১ শিবিরকর্মী নিহত ও ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। নিহতের নাম কোরবান আলী। এ ঘটনায় জেলা জামায়াত শনিবার নোয়াখালীতে আধাবেলা হরতাল ডেকেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের নতুনবাজার বাইপাস চৌরাস্তা, বগাদিয়া, দীঘিরজান, নদনা বাংলা বাজার জয়াগসহ বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি, বিদ্যুতের খাম্বা ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় বাস, ট্রাক, মেক্সি, অটোরিকশাসহ প্রায় অর্ধশতাধিক যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় শত শত যাত্রী ও মালবাহী পরিবহন আটকা পড়ে। দূরপাল্লার হাজার হাজার যাত্রী ব্যাপক দূর্ভোগের মধ্যে পড়ে। এ সময় বিভিন্ন স্থানে পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। র্যাবের গুলিতে মহিলাসহ ৫ জন গুলি বিদ্ধ হয়। গুলিবিদ্ধ মুটুবি গ্রামের কোরবান আলী ঘটনাস্থলে নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শিবিরকর্মীরা উপজেলা কমপ্লেক্সে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায় এ সময় বিক্ষুব্ধরা উপজেলা সমাজ সেবা, মত্স্য, মহিলা বিষয়ক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের অফিস, এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও কর্মচারীদের ডর্মেটরি ভাংচুর করে। এ সময় কৃষি সম্প্রসারণ বিভাগের তিনটি ধান মাড়াই কল ও একটি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
চাঁপাইনবাবগঞ্জে নিহত আরও ১ : চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষে আরও একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বৃহস্পতিবার গুলিতে নিহত জামায়াত কর্মী নাসির উদ্দিনের গায়েবানা জানাজার নামাজ ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারের সহিংসতার জের ধরে শুক্রবার সকাল ১১টার দিকে শিবগঞ্জের শাহবাজপুর এলাকায় আওয়ামীলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-শিবির কর্মীরা। সংঘর্ষে লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এ সময় শাহাবাজপুরসহ এর আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে নামো ধোবড়া এলাকার মকবুল হোসেনের ছেলে আবদুর রহিম (৪৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সে মাওলানা সাঈদীর ভক্ত ছিলো বলে স্থানীয়রা জানিয়েছে। সংঘর্ষে সাংবাদিক নুরতাজ আলমসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কানসাট থেকে সোনামসজিদ পর্যন্ত একাধিক স্থানে জামায়াত-শবির কর্মীরা সড়ক কেটে খাদ সৃষ্টি ও গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে। সোনামসজিদ স্থল বন্দরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই কারণে বন্দর থেকে পণ্য পরিবহনের কাজও বন্ধ আছে।
বৃহস্পতিবার গুলিতে এক জামায়াত কর্মী নিহত হওয়ার পর জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার জেলা শহরের কোনো সহিংসতা ঘটেনি। তবে গুলিতে নিহত জামায়াতকর্মী নাসির উদ্দিনের গায়েবানা জানাজা শুক্রবার দুপুরে ফকিরপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, সাবেক জেলা আমির রফিকুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, শিবির সভাপতি শফিক এনায়েতুল্লাহ বক্তব্য রাখেন। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
গাইবান্ধায় আরও এক পুলিশসহ ২ জনের মৃত্যু : ১৪৪ ধারা : বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে গতকাল এক আওয়ামী লীগ সমর্থক ও আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে জেলায় নিহতের সংখ্যা দাঁড়িয়ে ৮।
বৃহস্পতিবারের সংঘর্ষের জের দরে গতকাল জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে বংশারহাট এলাকায় আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের সংঘর্ষ শুরু হয়। ওই সময় লাঠির আঘাতে আওয়ামী সমর্থক নুরুন্নবী (৩০) বিক্ষুব্ধ জনতার লাঠির আঘাতে ঘটনা স্থলেই মারা গেছে। বতিবার রাতে জনৈক নারু বাবুর বাড়িতে আগুন লাগিয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে নুরুন্নবীর সঙ্গে স্থানীয় জামায়াত - শিবিরের লোকদের কথাকাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ বাধে। তার বিরুদ্ধে অভিযোগ সে বৃহস্পতিবার রাতে নারু বাবুর বাড়িতে অগ্নিসংযোগ করে জামায়াত শিবিরকে দায়ী করেছে। এছাড়া সংঘর্ষে সালাম, রফিক ও মমিনসহ ৫ জন আহত হয়েছে। বেলা ২টার দিকে আওয়ামী সমর্থকরা বামনডাঙা- সুন্দরগঞ্জ সড়কের ছাইতান তলায় বেশ কিছু দোকানপাট ভাংচুর করে। এ সময় একটি মাদরাসাও ভাংচুর করে ছাত্রলীগের নেতাকর্মীা।
অপর দিকে বৃহস্পতিবার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল তোজাম্মেল হোসেন গতকাল ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে গত দুইদিনে সুন্দরগঞ্জে ৪ জন পুলিশ নিহত হলো।
এ ঘটনায় গতকাল সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেছেন। সুন্দরগঞ্জ পৌর এলাকায় আইশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকলেও বেশি বিশৃংখলা চলছে ইউনিয়ন গ্রাম পর্যাযে। গ্রাম পর্যায়ের সংঘর্ষ থেমে থেমে চললেও আইনশৃঙ্খলা বাহিনী তা সহসায় নিয়ন্ত্রণ করতে পারছে না।
সাতক্ষীরায় শোকের মাতম : আজ অর্ধ দিবস হরতাল : সাতক্ষীরায় সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার পর পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতদের মধ্যে জামায়াত-শিবিরের ১১ জন ও ছাত্রলীগ ১ জন ও দুইজন সাধারণ নাগরিক। পুলিশ বলছে নিহতের সংখ্যা ৭ জন। এছাড়াও প্রায় ১০ জন এখন নিখোঁজ বলে জানা গেছে। শোক আর ক্ষোভ নিয়েই নিহতদের জানাজা ও দাফনসম্পন্ন হয়েছে। নিহতদের পরিবারে এখন চলছে শুধু কান্না আর শোকের মাতম। স্বজনদের দাবি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সাতক্ষীরায় আজ অর্ধদিবস হরতাল ডেকেছে স্থানীয় জামায়াত। নিহতদের দাফনে ব্যস্ত হয়ে পড়েছে স্বজনরা। গতকাল দুপুরে জানাজা নামাজ শেষে নিহতদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি বৈঠক করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
এনএসআই এর সহকারী পরিচালক এমদাদ হোসেন, ডিএসবি’র কনস্টেবল রিয়াজ, আর্মড পুলিশ সদস্য ফরিদ ও জামায়াত-শিবিরের নেতাকর্মী ৫০ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাতেই সাতক্ষীরা সদর ও আশাশুনিতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত্ থাকবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
নোয়াখালীতে সড়ক অবরোধ : শুক্রবার ভোর ৬টা থেকে নোয়াখালীর সোনাইমুড়ীতে ঢাকা-চাটখিল মহাসড়কে গাছ, বিদ্যুতের খাম্বা ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় সাধারণ জনগণ ও জামায়াত-শিবির কর্মীরা। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গেলে উপজেলার বগাদিয়া নামক স্থানে পিকেটারদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ এবং বিজিবি কয়েক রাউন্ড গুলি করে। এতে দুইজন গুলিবিদ্ধ ও আরটিভি নোয়াখালী প্রতিনিধি মনির হোসেনসহ অন্তত ২১ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনাইমুড়ীসহ পুরো জেলাতে আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার হরতাল শেষ হলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সড়কে কোনো যান চলাচল করেনি এবং শুক্রবার ঢাকা-নোয়াখালী মহাসড়কে কোনো ভারী যান চলাচল করতে দেখা যায়নি। বিশেষ কাজ ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সাধারণ মানুষের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ফায়ারিং আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার জুমার নামাজের পর জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী জামে মসজিদের সামনে থেকে জামায়াত বিক্ষোভ মিছিল করে। মিছিলটি চৌমুহনী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধরা ঢাকা-সোনাপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধরা ৬-৭টি গাড়ি ও দুটি ব্যাংকের গ্লাস ভাংচুর করে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে জামায়াতকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এর কিছুক্ষণ পর চৌমুহনী পাবলিক হল থেকে সশস্ত্র আওয়ামী লীগকর্মীরা একটি মিছিল নিয়ে শিবিরের মিছিলের দিকে অগ্রসর হয়ে চৌমুহনী কাচারিবাড়ী মসজিদ এলাকায় পৌঁছলে বেগমগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ তাদের বাধা দিয়ে বারণ করলে তারা পিছু হটে। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগকর্মীরা সংগঠিত হয়ে লাঠিসোটা রডসহ দেশীয় অস্ত্রসহ মিছিল নিয়ে পূর্ব বাজারে যায়। পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা ধাওয়া করলে শিবিরকর্মীরা সড়ক থেকে সরে যায়। এ সময় আওয়ামী লীগকর্মীরা ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখা ও ব্যাংক রোড শাখাসহ দুটি ব্যাংকে হামলা ও ভাংচুর করে।
এদিকে খবর পেয়ে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) সদস্য ও বিজিবি সদস্যর্যা ঘটানস্থলে যান। ব্যাব ও বিজিবি আসার আগে শিবিরকর্মীরা সড়ক থেকে চলে যান। তবে এ সময় আওয়ামী লীগকর্মী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসেই সাধারণ জনতার উপস্থিতিতে কয়েক রাউন্ড গুলি ফায়ারিং করেন। এ সময় বেগমগঞ্জ থানার ওসি র্যাব সদস্যদের গুলি করতে বারণ করেন।
মিঠাপুকুরে নিহত সাতজনের দাফন সম্পন্ন : শোকের মাতম চলছে রংপুরের মিঠাপুকুরে। একই উপজেলার ৭টি তাজা প্রাণ ঝরে যাওয়ায় মিঠাপুকুরের আকাশ-বাতাস এখন শোকে স্তব্ধ। নিথর-নিস্তব্ধ হয়েছে মানুষ। প্রতিবাদে চরম ক্ষুব্ধ হয়েছেন তারা। গতকাল তাদের সবার জানাজা শেষে দাফন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মিঠাপুকুর উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক মশিউর রহমানের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। তার মা বার বার বুক চাপড়িয়ে আর্তনাদ করতে করতে মূর্ছা যাচ্ছেন। কখনও কখনও জ্ঞানই ফিরছে না তার। এলাকাবাসী জানিয়েছেন, মশিউর ছিলেন ওই এলাকার মধ্যে সবচাইতে ভদ্র ও মেধাবী ছাত্র। মশিউরের বাবা আনোয়ার হোসেন জানান, তার ছেলের কোনো অন্যায় ছিল না। তারা আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
রংপুর পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি কাজ করছে।
সুন্দরগঞ্জে নিহতদের জানাজা সম্পন্ন : গাইবান্ধা পুলিশ লাইন্সে গত বৃহস্পতিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের দাঙ্গায় নিহত তিন পুলিশদের গার্ড অব অনারসহ জানাজা সম্পন্ন হয়েছে। জুমার নামাজ বাদ জানাজা শেষে পুলিশ কনস্টেবল বাবলু মিয়াকে বগুড়া জেলার সোনাতলা ঠাকুরবাড়ি এবং নাজিমউদ্দিনকে গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। হজরত আলী ও তোফাজ্জলের লাশ হাসপাতাল থেকেই তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া জামায়াত কর্মী ও আ’লীগ কর্মীরও জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হয়েছে।
চিরির বন্দরে দাফন সম্পন্ন ও ১৪৪ ধারা : দিনাজপুরের চিরিরবন্দরে রাণীরবন্দরে জামায়াত-শিবিরের ওপর বিজিবির অতর্কিত গুলিবর্ষণে নিহত জামায়াতকর্মী ফয়েজউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ হাজার লোকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর আওয়ামী লীগ নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে বাড়িতে খাওয়ার সময় ৫ জনকে গ্রেফতার করেছে। রাণীরবন্দরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন গতকাল দুপুরে ১৪৪ ধারা জারি করে। সমগ্র দিনাজপুরে পরিবহন বন্ধ ছিল। দিনাজপুর শহরসহ পাড়া-মহল্লায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ঢাকার সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুপুর আড়াইটায় নিহত জামায়াতকর্মী ফয়েজউদ্দিনের জানাজা রাণীরবন্দর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সাবেক এমপি আলহাজ আখতারুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়ন, উপজেলা চেয়ারম্যান আলহাজ আফতাবউদ্দিন মোল্লা, জামায়াতের উপজেলা আমির লুত্ফর রহমান শাহ্, সম্পাদক সাখাওয়াত হোসেন, নশরতপুর জামায়াতের সভাপতি মকবুল হোসাইন মুন্সি প্রমুখ। গুলিতে নিহত ফয়েজউদ্দিনের পরিবারে শোকের মাতম চলছে। কেউ চোখের পানি ধরে রাখতে পারছে না।
বাঘায় দাফন সম্পন্ন ও ১৪৪ ধারা : রাজশাহীর বাঘায় আ’লীগ-জামায়াত-পুলিশের সংঘর্ষের ঘটনায় গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। রাজশাহী ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন ও ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ আমিরুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে আ.লীগ। ওই ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ওই ঘটনায় পুলিশ সাত জামায়াত নেতাকে গ্রেফতার করে। বাঘা থানার আমিরুল ইসলাম গত বৃহস্পতিবার রাজশাহী থেকে নিজ বাড়ি উপজেলার বাজুবাঘার আহমদপুর গ্রামে যান। নিহতের বাবার নাম উমর আলী। বাঘা বাজারে আ.লীগ কর্মীরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে মৃত্যু হয়। তিনি এক বছর আগে বিয়ে করেন। তার স্ত্রী নাজমা বেগম স্বামীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে আছেন। মা রিজিয়া বেগম বার বার মূর্ছা যাচ্ছেন। কোনো কথা বলতে পারছেন না।
বাঘা থানার ওসি হামিদুর রশীদ জানান, জামায়াতের সাত নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মৌলানা আবদুল লতিফ, রোকন সেকেন্দার আলী, শিবির কর্মী রেজাউল করিম, রাশেদুল ইসলাম, মামুন হোসেন, শহিদুল ইসলাম ও শামিম রেজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সোবহান বলেন, নাশকতা ঠেকাতে ও শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
চট্টগ্রামে লাগাতার হরতালের আল্টিমেটাম : সাঈদীর ফাঁসির আদেশের প্রতিবাদে গতকাল জামায়াত-শিবিরের উদ্যোগে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোতোয়ালি থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা ও সাজানো এবং সরকার নির্দেশিত রায় এদেশের জনগণ মানে না। সরকার কর্তৃক পরিচালিত শাহবাগ আন্দোলনের নামে চাপ প্রয়োগ করে আদালতকে প্রভাবিত করে ঘোষিত রায় এদেশের ১৬ কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে।
অপরদিকে হালিশহর থানা সাঈদী মুক্তি পরিষদ নগরীর নয়াবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি শোর সার্ভিসিং সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া চান্দগাঁও, বায়েজিদ, পাঁচলাইশ, বাকলিয়া, চকবাজার, দেওয়ান বাজার, জামালখান ও এনায়েত বাজার, কাজীর দেউড়ীসহ বিভিন্নস্থানে মিছিল হয়েছে।
বান্দরবনে সড়ক অবরোধ : সাঈদীর রায়ের পর থেকে গতকাল শুক্রবার দিনভর বান্দরবান কেরানীহাট সড়কে সাধারণ জনতা রাস্তা অবরোধ করে রেখেছেন। গতকাল সকাল থেকে কোনো যানবাহন চলাচল করেনি। এলাকার লোকজন জানান, বান্দরবান-চট্টগ্রাম সড়কের কেরাণীহাট, দস্তিরহাট, বাজালিয়া, হলুদিয়া, বুড়ির দোকানসহ বিভিন্ন এলাকায় সাধারণ বিক্ষুব্ধ জনতা সড়কে বড় বড় গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে। পরে বান্দরবান থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ গিয়ে রাস্তার গাছ সরালেও আবারও জনতা রাস্তায় গাছ ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে। বান্দরবান শহরের সব জুমার নামাজে মুসল্লি ও ইমামরা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর জন্য কান্না করে দোয়া করেন। যানচলাচল বন্ধ থাকায় বান্দরবানে বিপুল পরিমাণ বেড়াতে আসা পর্যটক আটকা পড়েছে। তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সড়কে যান চলাচল বন্ধ থাকায় ও দেশব্যাপী খারাপ পরিস্থিতির কারণে চ্যানেল আই ও জেলা পরিষদ যৌথভাবে আয়োজিত ৩ দিনব্যাপী লোকজ মেলা স্থগিত করা হয়েছে।
ঝিনাইদহে হেলিকপ্টারে ৬ পুলিশ ঢাকায় : ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার জামায়াত কর্মীদের হামলায় আহত হওয়ার পর বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা শহরের আল-আমিন বস্ত্রালয় ও একটি হোটেলসহ কয়কটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ব্যাপক লুটপাট করে। এরপর ওইসব ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। তারা আতঙ্ক সৃষ্টি করতে একের পর এক বোমার বিস্ফোরণ ঘটায়।
এদিকে বৃহস্পতিবার বিকালে কোট চাঁদপুর শহরের আলামপুর ব্রিজঘাট এলাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষের সময় খোয়া যাওয়া ৫টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সংঘর্ষের পর থেকে পুলিশ অস্ত্র হারিয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখলেও শুক্রবার সকালে এ খবরের সত্যতা স্বীকার করে পুলিশ।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, হারিয়ে যাওয়া অস্ত্রের মধ্যে প্রায় সব উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার জামায়াত-পুলিশ সংঘর্ষের সময় আমাদের কিছু অস্ত্র হারিয়ে যায়। তবে কিভাবে অস্ত্রগুলো খোয়া গেছে তা বলেনি পুলিশ। হামলায় আহত কোট চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উদ্দীন মোল্লাসহ পুলিশের ১২ সদস্যের মধ্যে আহত এএসআই আজম মাহমুদ, বাবুল আখতার, সেকেন্দার আলী, শহিদুল ইসলাম, মকবুল হোসেন ও খয়বর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার মধ্যরাতে যশোর সিএমএইচ হাসপাতাল থেকে বিশেষ হেলিকপ্টারে তাদের ঢাকায় সিএমএইচ হাসপাতালে নেয়া হয়েছে।
মিরেরশ্বরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : সাঈদী ভক্তদের সড়ক অবরোধের কারণে মিরেরশ্বরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সাঈদীর রায় ঘোষণার পর জামায়াত-শিবির কর্মীরা মহাসড়ক অবরোধ করলে দু’দিকে শত শত গাড়ি আটকাপড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কের সিটি গেট থেকে মিরসরাই উপজেলা বারইয়ার হাট পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
জামায়াত-শিবিবের সঙ্গে সাধারণ মানুষ মহাসড়কে গাড়ি ভাংচুর, ব্যারিকেড ও অগ্নিসংযোগ করে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয় তীব্র যানজট। শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের সীতাকুণ্ডে ওয়াপদা গেটে একটি কভার্ডভ্যানে এবং এর ঘণ্টাখানেক পর বাইপাস এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে শিবির কর্মীরা। প্রায় আধাঘণ্টা পর সিরাজ ভুঁইয়ার রাস্তার মাথা ও উপজেলা সদরে আবারও ২টি ট্রাকে আগুন ধরিয়ে দেয় সাঈদী ভক্তরা। ফলে সিটি গেট থেকে মিরসরাই উপজেলা সদর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকাপড়ে হাজার হাজার গাড়ি। যানবাহনের চালকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মহাসড়কের সীতাকুণ্ডে গাড়ি ভাংচুর ও ব্যারিকেড দিলে যানজটের সৃষ্টি হয়।
লোহাগাড়ায় সড়ক অবরোধ অব্যাহত : চট্টগ্রামের লোহাগাড়ায় সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাস্তায় নামা জনতা ঘরে ফেরেনি এখনও। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও অভ্যন্তরীণ সব সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে রাখায় এখনও পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় আছে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল। গতকাল বাদ জুমা লোহাগাড়ার প্রায় সব মসজিদে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। মহাসড়কে পদুয়া বাজার থেকে কেরানীহাট পর্যন্ত ৫০ হাত পর পর কাঠ ও টায়ার জ্বালিয়ে এবং পিলার ও বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ করে রেখেছে। এছাড়া বৃহস্পতিবার থেকেই আধুনগর বাজার এলাকায় কয়েক হাজার গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। মোটরসাইকেল তো দূরের কথা, রিকশা কিংবা বাইসাইকেলও চলতে দিচ্ছে না বিক্ষোভকারীরা। বিকাল চারটার দিকে আধুনগরের হাতিয়ার পুল এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামে পুলিশ ও বিজিবি।
গতকাল বাদ জুমা লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বটতলী মোটরস্ট্যান্ড প্রদক্ষিণ করে শেষ হয়। এছাড়া বৃহস্পতিবার লোহাগাড়ায় বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে এক তরুণ নিহত ও গনপিটুনিতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুতে এখনও টান টান উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আাাবেদীন জনু কোম্পানির গাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মেয়ের শ্বশুর বাড়ির তথা মোস্তফা গ্রুপের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনায় ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।
গুলি উপেক্ষা করে সাতকানিয়ায় মহাসড়ক দখল : সাঈদীর ফাঁসির আদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো গতকাল সড়ক অবরোধ চলছে সাতকানিয়ায়। অবরোধ তুলে নিতে র্যাব ও পুলিশ শতাধিক রাউন্ড গুলি বর্ষণ ও বিজিবির টহল সত্ত্বেও অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অবরোধকারীদের সরানো যায়নি। বিক্ষোভকারীরা ৫০-১০০ ফুট দূরত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দীর্ঘ ২০ কিলোমিটার সড়কজুড়ে গাছের গুঁড়ি দিয়ে অবরোধ সৃষ্টি করে রেখেছে। গতকাল জুমার নামাজের সময় বিজিবি, র্যাব ও পুলিশ মিলে বড় বড় মসজিদ ঘিরে রাখলেও বিক্ষুব্ধ জনতা সাঈদীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। বিকাল পাঁচটার দিকে সাতকানিয়ার কেরানীহাটে সড়কের দু’দিক থেকে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে মিছিল করতে থাকলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় র্যাব-পুলিশ শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে। তবে তত্ক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সেখানে পুলিশের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নাজমুল আলম। এ সময় সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন সিদ্দিকী সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। বিভিন্ন যানবাহনে হামলার চেষ্টা করলে পুলিশ ও র্যাব তাদের ধাওয়া দেয়। এ সময় ফাঁকা গুলি বর্ষণ করা হয় বলে জানান তিনি।
সীতাকুণ্ডে তিন গাড়িতে আগুন : চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল হামলা চালিয়ে আরও তিনটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। ভাংচুর করেছে অর্ধশত যানবাহন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় হওয়ায় জামায়াত-শিবিরকর্মীরা ক্ষুব্ধ হয়ে গত দু’দিনে ৫টি গাড়ি জ্বালিয়ে দেয়। আর ভাংচুর করে শতাধিক গাড়ি। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহীন ইমরান জানান, গতকাল সকাল সাড়ে দশটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-ওয়াপদা গেটে একটি কভার্ডভ্যানে আগুন দেয় জামায়াত-শিবিরকর্মীরা। এর ঘণ্টাখানেক পর সীতাকুণ্ড-সদরের বাইপাস এলাকায় আরও দুটি ট্রাকে আগুন দেয় তারা। কভার্ডভ্যানে আগুন দেয়ার পর শিবিরকর্মীরা এলাকাটি ঘেরাও করে রাখে এবং ফায়ার ব্রিগেডের কর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেয়। পরে পুলিশ এসে শিবিরকর্মীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
ব্রাহ্মণপাড়ায় মূর্তি ভাংচুর : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা গ্রামে গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শিব মন্দিরের শীতলা দেবীর একটি প্রতিমা (মূর্তি) ভাংচুরের অভিযোগে স্থানীয় ইকবাল হোসেন নামে এক যুবককে পুলিশ আটক করেছে। স্থানীয়ভাবে জানা যায়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রকাশ হওয়ার পর ইকবাল হোসেন বিক্ষুব্ধ হন। সে কুমিল্লা-মিরপুর সড়কের উত্তর চান্দলা বাজার এলাকায় একটি মাইক্রোবাস ও একটি অটোবাইকের কাচ ভাংচুর করে।
নরসিংদীতে সংঘর্ষে ৩০ জন আহত : জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংর্ঘষে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল জুমার নামাজের পর ঘোড়াদীয়া এলাকার শ্মশানঘাট মসজিদ থেকে নামাজ পড়ে তারা লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সংর্ঘষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক টিয়ারশেল ও ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় ৩ পথচারীকে জামাত সন্দেহে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে সদর থানা পুলিশে ওসি (তদন্ত) আজিজুর রহমান ও সেকেন্ড অফিসার আশ্রাফসহ ১০ পুলিশ সদস্য আহত হয়। এতে জামায়াত-শিবিরের আরও ২০ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় জামাত সন্দেহে তিন পথচারীকে আটক করে পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
কুষ্টিয়ার ৬ উপজেলায় ১৪৪ ধারা : কুষ্টিয়ার দৌলতপুরসহ ৬ উপজেলায় প্রশাসন গতকাল বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। দৌলতপুর থানার ওসি জানান, সাঈদীর রায় হওয়ার জামায়াত-শিবির দেশের অন্যান্য স্থানের মতো উপজেলার সরকারি-বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ নাশকতা সৃষ্টি করতে পারে আশঙ্কায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মন্ডল গতকাল বেলা ২টা থেকে রাত ১০ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এ কারণে উপজেলার সর্বত্র মাইকিং করে একের অধিক কোনো ব্যক্তিকে এক স্থানে জমায়েত না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ভেড়ামারা ও মিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পীরগাছায় ১৪৪ ধারা : রংপুরের পীরগাছায় গতকাল সকাল থেকে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা সদরে মিছিল, মিটিং ও সমাবেশের ওপর ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরো উপজেলাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু : ফেনীতে জামায়াত-শিবিরের কর্মীরা লাইন উপড়ে ফেলায় মহানগর গোধূলির ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। সেটি মেরামত করে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ গতকাল সকাল ১১টার দিকে ফের চালু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনটি ফেনীর খাজুরিয়া এলাকায় দুর্ঘটনাকবলিত হয়। সাঈদীর ফাঁসির রায়ে বিক্ষুব্ধ জনতা লাইন উপড়ে ফেলার জন্য পেজ প্লেট খুলে নেয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে স্টেশনমাস্টার মাহবুবুর রহমান জানান।
চৌদ্দগ্রামে রেলমন্ত্রীর গাড়িতে ইট নিক্ষেপ : কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল সন্ধ্যায় রেলমন্ত্রী মুজিবুল হকের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫-১৬টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলমন্ত্রী মুজিবুল হক দেড়কোটা বাজারে একটি জনসভা শেষ করে মুন্সীরহাট-নবগ্রাম রোডে কুমিল্লায় ফিরছিলেন। পথে বারাইশ এলাকায় একটি বাড়ি থেকে হঠাত্ মন্ত্রীর গাড়িতে ইট নিক্ষেপ করা হয়। সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে ফেলে।
অপরদিকে মাগরিবের আগে ১০-১৫ জনের একদল যুবক সাঈদীর মুক্তির দাবিতে মিছিল করে ১৫-১৬টি গাড়ির বাস ভাংচুর করে। এ সময় তারা একটি সুতাবাহী ট্রাকে (চট্টগ্রাম-ড-১২৬) আগুন লাগিয়ে দেয়। মহাসড়কে সৃষ্টি হয় যানজট।
লালমনিরহাটে রেল যোগাযোগ বন্ধ : জামায়াত-শিবির নেতাকর্মী ও হাজার হাজার বিক্ষুব্ধ সাঈদী ভক্তরা লালমনিরহাটের আদিতমারী উপজেলার রইচবাগ এলাকায় রেললাইন উপড়ে ফেলে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত থেকে ওই রুটে সব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। এতে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক জানান, শিবিরকর্মীরা আদিতমারীতে রেললাইন উপড়ে ফেলায় লালমনিরহাট-পাটগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : গতকাল জুমার নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলায় শহীদনগরের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে তুলে দেয়। দাউদকান্দি থানা ওসি তদন্ত নাছির উদ্দিন বলেন, জমায়েত-শিবিরের কর্মীরা উপজেলার শহীদনগরে এসে জড়ো হয়ে মহাসড়কে গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।
রাজনগরে শিবিরকর্মী গ্রেফতার : ভোরে অভিযান চালিয়ে বাড়ি থেকে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে। সে রজনগর উপজেলার খাড়পাড়া গ্রামের বয়তুল খানের ছেলে মুহিদুর রহমান খান। আরও কয়েকজন জামায়াত-শিবির নেতাকর্মীর বাড়িতে পুলিশ হানা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আড়াইহাজারে গ্রেফতার ৩ : নারায়ণগঞ্জের আড়াইহাজার জুমার নামাজের পর জামায়াত-শিবির মিছিল করার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে জামায়াত আবার জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও ফাঁকা গুলি করে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ কাজল, শাহ আলম ও নুরু মিয়া নামের তিনজনকে আটক করে।
বিয়ানীবাজারে ৭ জন আটক : বিয়ানীবাজারে জানাজায় যাওয়ার পথে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে পৌরশহরের শহীদটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা এ সময় বড়লেখায় জানাজায় যাচ্ছিলেন।
উল্লাপাড়ায় ১৪৪ ধারা জারি : ভোর ৬টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের বগুড়া-নগরবাসী মহাসড়কে শ্রীকোলা বাসস্ট্যান্ড ও বাখুঁয়া ওয়াপদা মোড় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মাওলানা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আলম এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে বলে জানানো হয়।
তাড়াশে ১৪৪ ধারা জারি : তাড়াশ উপজেলার ৫টি পয়েন্টে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার রাত ৯টা থেকে বিষয়টি মাইকযোগে প্রচার করা হয়। এছাড়া বেলকুচি উপজেলা ১৪৪ ধারা জারির পর রাতেই তা প্রত্যাহার করে নেয়া হয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিক জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
রায়গঞ্জে ১৪৪ ধারা জারি : নাশকতা এড়াতে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রায়গঞ্জ ইউএনও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় এ নির্দেশ জারি করেন। নির্দেশে বলা হয়, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে জামায়াত-শিবিরের জঙ্গি তত্পরতা ও নাশকতারোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ধারা বলবত্ থাকবে।
কমলগঞ্জ ও কুলাউড়ায় দু’ঘণ্টা বন্ধ : মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলায় তিনটি রেল সেতুর কাঠের স্লিপারে ক্ষুব্ধ জামায়াত-শিবির কর্মীদের অগ্নিসংযোগে দুই ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় ভানুগাছ রেলস্টেশনের অদূরে ধলাই রেল সেতু ও সাড়ে ৯টায় মাগুরছড়া রেল সেতুতে এবং রাত ১০টায় কুলাউড়া উপজেলার ছকাপন রেল সেতুর কাঠের স্লিপারে আগুন দেয় তারা।
কক্সবাজারে আহত আরও একজনের মৃত্যু : সাঈদীর ফাঁসির রায়কে ঘিরে কক্সবাজার ক্ষোভে উত্তাল রয়েছে। পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় বিক্ষুব্ধ হাজার হাজার জনতা ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ঠেকাতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বৃহস্পতিবার সংঘর্ষে চকরিয়ায় ছাত্রলীগের গুলিতে আহত দোকান কর্মচারী আকতার কামাল সাগর (২০) শুক্রবার বিকালে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া রশিদের নগর এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি চকরিয়া স্টেশনে সাবেক পৌর কাউন্সিলর নুরুল আমিনের দোকানে চাকরি করতেন।
সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের মতে, জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষকালে ছাত্রলীগের দুষ্কৃতকারীরা খুব কাছ থেকে গুলি করে। এ নিয়ে দুদিনে কক্সবাজারে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। জেলা জামায়াতে ইসলামী আমির মুহাম্মদ শাহজাহান এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সাংবাদিকদের।
পেকুয়ায় বিক্ষুব্ধ জনতা ও জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। চকরিয়া স্টেশনে বিক্ষুব্ধ জনতা দুটি ব্যাংকসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করলে পুলিশ জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এই ঘটনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ কুমার বড়ুয়াও রয়েছেন।
ঠাকুরগাঁওয়ে নিহতদের জানাজায় জনতার ঢল : সাঈদীকে দেয়া ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালে পুলিশ ও বিজিবির গুলিতে নিহতদের জানাজায় জনতার ঢল নামে। গতকাল বিকালে নিহতদের ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বিকাল ৫টায় গড়েয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে এক এক করে নিহতদের লাশ জানাজার জন্য আনা হয়। কিন্তু জনতা বাড়তে থাকলে সেখানে জায়গার সংকুলান না হওয়ায় পরে লাশ নিয়ে যাওয়া হয় গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে। সেখানে হাজার হাজার মুসল্লিদের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, বীরগঞ্জ পৌর মেয়র মাওলানা মো. হানিফ, জেলা যুবদলের আহ্বায়ক চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, দিনাজপুর শহর শিবিরের সভাপতি মতিউর রহমান, ঠাকুরগাঁও সদর থানা জামায়াতের আমির শামসুজ্জামান দুলাল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মাওলানা সাঈদীর রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এ রায় প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জানাজা শেষে জামায়াত আজ শনিবার ঠাকুরগাঁও জেলায় অর্ধদিবস হরতাল ঘোষণা করে। জেলা বিএনপি এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে। এদিকে শহরে জেলা বিএনপি এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে মাইক বের করলে পুলিশ মাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
চকরিয়ায় মিছিলে গুলি : বিক্ষুব্ধ জনতা ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করে পৌরশহর চিরিঙ্গা-সোসাইটি এলাকায় অবরোধকালে পুলিশ পরিস্থিতি মোকাবিলায় তাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় পৌরশহর পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ মিছিল লক্ষ করে গুলি করলে জসিম, আবদুর রহিম, সাইফুল, আবু তাহের, মুজিব, আবদুল্লাহ, মুবিন, ইলাহী পিয়ম, হোছাইন মিয়াসহ ২০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ ৯ জনকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করেছে। বিকাল সাড়ে ৫টায় শহরে সহিংসতার আশঙ্কা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।
মিছিলকারীরা পূবালী ব্যাংক ও ওয়ালটন শোরুমসহ তিনটি শোরুম ও উপজেলা যুবলীগের কার্যালয়ে হামলা ও ভাংচুর করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান, এসময় তার কার্যালয় থেকে দুটি টেলিভিশন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
Subscribe to:
Posts (Atom)